বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৩:১৩

লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর নিকটবর্তী এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 

এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরতে শুরু করেছে এবং আরও ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে রূপ নিতে পারে।

আজ (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, নিম্নচাপটির বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

একই সঙ্গে সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। 

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বেচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ১ মিলিমিটার (মি.মি.)।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় বাতাস উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে সর্বোচ্চ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।