শিরোনাম
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং সকল সদস্য তা সমর্থন করেন।
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উৎসব সফলভাবে উদযাপিত হওয়ায় আজ উপদেষ্টা পরিষদের সভায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
সভায় প্রথমে স্মরণ করা হয় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদকে, যিনি গত রাতে ইন্তেকাল করেন। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে শোকবার্তা দিয়েছেন। আজকের উপদেষ্টা পরিষদের সভায় তার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং উপদেষ্টাবৃন্দ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়া, বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় সভায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।