বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ০০:৩৩
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০০:৪১

আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বাসস) : দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জোড়া হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানকে প্রথম ম্যাচে ৪ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের টি২০ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছিল। জবাবে তামিম ও ইমনের ব্যাটে ভর করে বাংলাদেশ ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। 

তামিম ৩৭ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৫১ ও ইমন ৩৭ বলে ৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করেন। উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ১০৯ রানের দুর্দান্ত সূচনা করেছিল। কিন্তু আফগান অধিনায়ক রশিদ খানের বোলিং তোপে হঠাৎ করেই ছন্দপতন হয়। রশিদ এক ওভারে তামিম ও সাইফ হাসানের (০) উইকেট তুলে নেন।

নিজের পরবর্তী ওভারে জাকের আলি (৬) ও শামিম হাসানকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেললে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৮। 

আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের লক্ষ্য তাড়া করাই তখন কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ১৩ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে বাংলাদেশ জয় নিশ্চিত করে। সোহানকে সহযোগিতা করেছেন রিশাদ হোসেন। ৯ বলে ১৪ রানে রিশাদ অপরাজিত ছিলেন।

রশিদ খান ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশের বোলারদের তোপে আফগানিস্তানের ইনিংস সমৃদ্ধ হয়নি। পেসার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন ২টি করে উইকেট দখল করেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তান খুব বেশীদুর যেতে পারেনি। 

রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে দুটি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সহায়াতায় সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করেছেন। অভিজ্ঞ মোহাম্মদ নবী এক বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে ২৫ বলে করেছেন ৩৮ রান। 

১০০ রান পার করার আগেই আফগানদের ৬ উইকেটে পতন ঘটায় বাংলাদেশ। গুরবাজ একপ্রান্ত আঁকড়ে ধরে স্কোর বড় করার চেষ্টা করেছেন। গুরবাজ সাজঘরে ফিরলে নবী দলের হাল ধরেন। শেষের দিকে শারাফুদ্দিন আশরাফের ১২ বলে অপরাজিত ১৭ রানে আফগানিস্তানের রান কিছুটা সমৃদ্ধ হয়েছে।