বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩

রাঙ্গামাটিতে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাবাহিনীর 

রাঙ্গামাটিতে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর মাইকিং। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় বিশৃঙ্খলা রোধ ও গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

গুজব থেকে সতর্ক থাকাসহ সকলকে সচেতন করতে আজ সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ির ঘটনায় রাঙ্গামাটিতে যাতে সাম্প্রদায়িক বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য রাঙ্গামাটিতে বসবাসরত সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সবাই মিলেমিশে রাঙ্গামাটি শহরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আরও জানানো হয়, সেনাবাহিনী ছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শহরের বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ মুঠোফোনে বাসসকে জানান, আমরা ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন সমিতি ও ক্লাবের প্রতিনিধির সাথে বৈঠক করেছি এবং রাঙ্গামাটির পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে একসাথে কাজ করছি। 

এদিকে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আহ্বান জানিয়েছেন, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সোমবার সকাল থেকে শহরে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং দূরপাল্লার সকল যানবাহনও চলাচল করছে।