বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আজ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আজ মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং চীন সরকারের সহযোগিতায় কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন ও চায়না এম্বাসির কমার্সিয়াল কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।