শিরোনাম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সাকিব আল হাসানকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আজ দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন তিনি। এতে সাকিবকে টপকে যান ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ফিজ।
১১৮ ম্যাচে মুস্তাফিজের শিকার এখন ১৫০ উইকেট। ১২৯ ম্যাচে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করেছেন মুস্তাফিজ।
এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সাউদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন।