শিরোনাম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার ফ্ল্যাট, আবাসিক হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনও নেতাকর্মী থাকলে বা অপতৎপরতা চালালে নগরবাসীর প্রতি তাদের আগাম তথ্য দেয়ার আহবান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ আহবান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেসনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, আমরা আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবেলা করতে ও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।
তিনি আরো বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আজও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসময় পুলিশের টহল টিম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নসাৎ করে দেয়। জনসাধারণের সহায়তায় গোয়েন্দা পুলিশ ও ডিএমপি ঝটিকা মিছিল থেকে আজ বুধবার ২৪৪ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এরআগে ডিএমপির বিভিন্ন ইউনিট ধারাবাহিক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
এস এন নজরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের থাবা থেকে স্থিতিশীল হয়ে যখন সরকার একটি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি।’
তিনি আজকের ঝটিকা মিছিল হতে বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতারে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান।