বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ছবি : পিআইডি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া,  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ,

২০২৫’-এর খসড়া এবং ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।