বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩

প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ নিয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫-এর মূল বিষয়গুলো সম্পর্কে আজ সাংবাদিকদের অবহিত করেছে।

বুধবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ সম্পর্কে অবহিত করা হয়।

কর্মশালায় জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার ৫০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করে বিপিপিএ।

গত দুই মাস ধরে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়।

বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব এস. এম. মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন।

বিপিপিএ’র পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি এ বিষয়ে বিপিপিএ আয়োজিত প্রতিটি পরামর্শ কর্মশালায় প্রেজেন্টেশন দিয়েছেন।

আইএমইডি সচিব বলেন, চলমান পাবলিক প্রকিউরমেন্ট সংস্কার প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন অংশীজনদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিপিপিএ’র সিইও প্রস্তাবিত পিপিআর, ২০২৫ প্রণয়নের পটভূমি, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মঈন উদ্দিন আহমেদ বলেন, সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট বিধি-বিধানে পরিবর্তন আনা হচ্ছে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার কারণে সরকারি ক্রয়ে দুর্নীতি কমেছে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ সংশোধনের ধারাবাহিকতায় খসড়া পিপিআর, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এটি ২০২৫ সালের ৪ মে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। 

বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮-কে সংশোধিত পিপিএ, ২০০৬-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সংস্কারের প্রয়োজন। পরামর্শ প্রক্রিয়ার সময় অংশীজনরা এতে বিস্তৃত পরিসরে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। 

এতে সম্পূর্ণ নতুন নিয়ম চালুর বিষয়টিকে আরো বাস্তবসম্মত করে তুলেছে। ফলস্বরূপ, বিপিপিএ প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর খসড়া প্রণয়ন করেছে।