শিরোনাম
সিলেট, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে এই পর্যন্ত প্রায় ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এই সময়ে প্রায় ৩০ লাখ ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছে।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ লাখ ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সাদা পাথর পর্যটন স্থলে প্রায় ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার একদিনে ৫০ হাজার ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়। এছাড়াও, ১৩.৪ লাখ ঘনফুট পাথর ডাম্পিং স্ট্যান্ডে প্রতিস্থাপনের জন্য রাখা হয়েছে।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেট সদর উপজেলার ধোপাগুল ক্রাশিং জোন এবং জাফলং, গোয়াইনঘাটের মোহাম্মদপুর এলাকা থেকে ১ লাখ ৮ হাজার ৯১ ঘনফুট ভাঙা পাথর উদ্ধার করে। এর মধ্যে ৬১ হাজার ৯শ’ ঘনফুট ভাঙা পাথর ধোপাগুল এলাকা থেকে এবং ৪৬ হাজার ১৯১ ঘনফুট মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এই পাথরগুলো উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে।
বিএমডি’র পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ভাঙা পাথরের নিলাম আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, বিএমডি উদ্ধার হওয়া ভাঙা পাথরের নিলাম আহ্বান করেছে। পাশাপাশি উদ্ধারকৃত অক্ষত পাথরের প্রতিস্থাপন কাজও চলমান রয়েছে।