শিরোনাম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামীকাল বেলা ১১ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, এ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।