বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১২:৩২

নগরবাসীকে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আজ একাধিক রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে ওইসব এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কায় নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক বিবৃতিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ছাত্র সমাবেশ’ হবে। আবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি, ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী।

বিবৃতিতে আরও জানানো হয়, আজ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমানের পাশাপাশি বিসিএস পরীক্ষাও হচ্ছে। পাশাপাশি সমাবেশ এবং অনুষ্ঠানের কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এলাকায় প্রচুর ভিড়ের কারণে যানজট বেড়ে যেতে পারে। বিশেষ করে শাহবাগ মোড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এমন পরিস্থিতিতে ডিএমপি বেশ কয়েকটি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

উত্তর দিক থেকে আসা যানবাহনগুলোকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে শাহবাগমুখী না হয়ে বাম দিকে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে যেতে বলা হয়েছে।

পশ্চিম দিক থেকে আসা যানবাহনকে কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডান দিকে নীলক্ষেত-পলাশী বা বাম দিকে হাতিরপুল-বাংলা মোটর হয়ে যেতে বলা হয়েছে।

হাইকোর্ট ও কদম ফোয়ারা দিক থেকে আসা যানবাহনগুলোকে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে কাকরাইল মসজিদের দিক থেকে আসা যানবাহনগুলোকে মৎস্য ভবনের পর শাহবাগের দিকে না গিয়ে হাইকোর্ট হয়ে সরাসরি গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে বলা হয়েছে।

একইভাবে টিএসসি বা রাজু ভাস্কর্য মোড় থেকেও শাহবাগের দিকে কোনো যানবাহন চলতে পারবে না। সেগুলোকে দোয়েল চত্বর বা নীলক্ষেতের দিকে ঘুরে যেতে হবে।

শহীদ মিনার সংলগ্ন রাস্তা এবং সোহরাওয়ার্দী উদ্যানের সকল প্রবেশপথ যথাসম্ভব এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।