শিরোনাম
ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শনিবার সকাল দশটার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভাতে ১০ টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় ১১ টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি লিমা খানম ।