বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১১:২৪

বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি

প্রতীকী ছবি

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করবে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলছেন, গাজা দুর্ভিক্ষের দিকে পতিত হচ্ছে।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেছেন, ‘চলমান সংঘাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণ এবং বিমান ত্রাণসামগ্রী ফেলার জন্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি মিশনের আমি অনুমোদন দিয়েছি’। 

তিনি বলেন, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে, যাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সম্বলিত বিশেষ কন্টেইনার আকাশ থেকে ফেলা যায়।

তিনি বলেন, আগামী ৯ আগস্ট বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলা শুরু করা হবে।

শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সমন্বয় করে ১২ টন খাদ্য বিমান থেকে ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলে ফিলিস্তিনি ছিটমহলে বিমানের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ পৌঁছে দিচ্ছে ব্রিটেন, ফ্রান্সসহ অন্যান্য দেশ ।