বাসস
  ৩১ জুলাই ২০২৫, ১৫:৫৬

মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

গত রোববার এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষে এই পদ পরিবর্তনের চিঠিতে স্বাক্ষর করেন।

ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত পৌর ভূমি অফিসে এবং মহানগর ভূমি অফিসের জন্য ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও 'ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা' এ দু’টি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘ভূমি সহকারী কর্মকর্তা’ এবং ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ হিসেবে পদনাম পরিবর্তনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে- ভূমি মন্ত্রণালয়ের গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ‘৫.১ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এ দু’টি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে পদের পদনাম সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক জনপ্রশান মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে নির্দেশনা প্রদান করে।

চিঠিতে বলা হয়েছে, ‘ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ পদটি ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও মহানগর ভূমি অফিসে বিদ্যমান। এক্ষেত্রে নিয়োগ বিধিমালার তফসিলে বর্তমান পদনামের পূর্বে ‘ইউনিয়ন’ শব্দটি বাদ দেওয়া হলে একই কর্মকর্তাকে ইউনিয়ন/পৌর/মহানগর ভূমি অফিসে পদায়ন করা যাবে। ফলে পৌর ভূমি অফিস এবং মহানগর ভূমি অফিসের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পদনাম পরিবর্তনের প্রয়োজন হবে না। এতে বর্তমান নামজনিত সংকট ও বিড়ম্বনা দূর হবে। যাতে বেতন ভাতাদি খাতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না।