শিরোনাম
ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে জরুরি যোগাযোগ নম্বর প্রদান করেছে সরকার।
নম্বরগুলো হলো- মিলিটারি রেসকিউ ব্রিগেড- ০১৭৬৯০২৪২০২, সিএমএইচ বার্ন ইউনিট- ০১৭৬৯০১৬০১৯, সিএমএইচ জরুরি- ০১৭৬৯০১৩৩১১, মাইলস্টোন স্কুলের অ্যাডমিন অফিসার- ০১৮১৪৭৭৪১৩২, এর ভাইস প্রিন্সিপাল- ০১৭৭১১১১৭৬৬।
এছাড়াও, জাতীয় জরুরি নম্বর- ৯৯৯ বাংলাদেশ পুলিশের জরুরি সেল থেকে কলকারীদের বার্ন ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে।