বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৫:০৬
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬:২১

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

ছবি: ভিডিও থেকে নেয়া

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট । 

আজ সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

খবর পেয়ে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট সেখানে পৌঁছায় এবং উদ্বার কাজ শুরু করে।

এদিকে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা আরো জানায়, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।