শিরোনাম
ঢাকা, ১৫ মে, ২০২৫(বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ইসির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
ইসির সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ/ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে; যা অনাকাঙ্ক্ষিত।
প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট (পেজ লিংক http://www.facebook.com/@BangladeshECS) এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড (পেজ লিংক http://www.facebook.com/bd.nid) এই দু’টি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।
এ দু’টি পেজ ব্যতীত অন্য কোন ফেসবুক পেজে। সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
এনআইডি বিষয়ে যেকোনো সেবা পেতে ১০৫ নম্বর হট লাইনে কথা বলতেও বলা হয়েছে।