শিরোনাম
ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে আগুন লেগেছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়।
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের দশতলা ভবনের বেজমেন্টে আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট পাঠানো হয়েছে।