বাসস
  ২২ মে ২০২৫, ২২:০৭
আপডেট : ২২ মে ২০২৫, ২২:০৯

বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার প্রধান কার্যালয় থেকে আজ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুদক টিম বিদ্যুৎ ভবনে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর ঢাকাস্থ লিয়াজোঁ অফিস পরিদর্শন করে ওজোপাডিকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে অভিযোগের বিষয়ে আলোচনা করে।

পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্যানুসন্ধানের লক্ষ্যে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মার্ট প্রিপেইড মিটার ক্রয় সংক্রান্ত প্রকল্পের ডিপিপি, কার্যাদেশ, বেসিকোর সঙ্গে হেক্সিং ইলেক্ট্রিক্যাল লি. এর জয়েন্ট ভেঞ্চার সংক্রান্ত রেকর্ডপত্র, ক্রয়চুক্তিসহ প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র চাওয়া হয়।

এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের অবৈধ নিয়োগ এবং ঘুষের বিনিময়ে নাবিকদের সিডিসি সনদ প্রদানসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে তৎকালীন প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সিডিসি সনদ প্রদান, শিপিং মালিকানা পরিবর্তন, অবৈধভাবে বাড়ি ভাড়া উত্তোলন ও অন্যান্য অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ, রোগীদের ওয়ার্ড পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

অভিযানকালে দেখা যায়, সকালের নাস্তায় ডিম, কলা ও রুটি দেয়ার কথা থাকলেও কেবল ডিম ও রুটি দেয়া হয় এবং দুপুর ও রাতের খাবারে চিকন চালের ভাত দেয়ার কথা থাকলেও মোটা চালের ভাত দেয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য পরামর্শ প্রদান করা হয়। নানাবিধ অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট প্রধান সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং হাওলাদার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিধিবহির্ভূতভাবে সরকার নির্ধারিত ওটিসি ড্রাগ লিস্ট -এর বাইরে ওষুধ প্রেসক্রাইব করার বিষয়টি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রাথমিকভাবে টিমের কাছে স্বীকার করেন। এছাড়াও, টিম প্রাথমিকভাবে সেবা প্রদান সংক্রান্ত বেশ কিছু অনিয়মের প্রমাণ পায়।