শিরোনাম
ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাড়িগামী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন আজ বাসসকে জানিয়েছেন, "সকল ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে, শেষ সময়ে অবিক্রিত টিকিট কাউন্টারে পাওয়া যাবে।"
হোসেন বলেন, সরকার ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত করার জন্য আরও পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, ৩০ মে থেকে ফিরতি ট্রেনের টিকিট পাওয়া যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলের সকল আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে।
সূত্র আরও জানায়, ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ৪৩টি আন্ত:নগর ট্রেনে মোট ৩৩,৩১৫টি আসন পাওয়া যাবে।
অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থায় ৩১ মে ভ্রমণের জন্য ২১ মে এবং ১ জুন ভ্রমণের জন্য ২২ মে টিকিট পাওয়া গেছে। এছাড়া, ২ জুন ভ্রমণের জন্য ২৩ মে; ৩ জুন ভ্রমণের জন্য ২৪ মে; ৪ জুন ভ্রমণের জন্য ২৫ মে; ৫ জুন ভ্রমণের জন্য ২৬ মে এবং ৬ জুন ভ্রমণের জন্য ২৭ মে টিকিট পাওয়া যাবে।
মহাপরিচালক বলেন, প্রতিটি যাত্রী একটি ইউজার আইডি দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তিনি আরও বলেন, যাত্রীদের অনুরোধের ভিত্তিতে, রেল স্টেশন কাউন্টার থেকে মোট আসন সংখ্যার বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
রেল সূত্র জানিয়েছে যে, ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক ছুটি স্থগিত থাকবে। ঈদুল আজহার পর, আন্ত:নগর ট্রেন পরিষেবা তাদের নিয়মিত সময়সূচিতে ফিরে আসবে। তবে ঈদের দিন কোনও আন্ত:নগর ট্রেন চলাচল করবে না।
চাঁদ দেখার উপর নির্ভর করে, ঈদ-উল-আজহা ৭ অথবা ৮ জুন উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।