শিরোনাম

দিনাজপুর ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস): হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- (হাবিপ্রবি)এর বিভিন্ন বিভাগের ৫৬ জন শিক্ষক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের চলতি অর্থবছরে ৮৩ লাখ ২৫ হাজার টাকার গবেষণা অনুদান বরাদ্দ পাচ্ছেন।
আজ শনিবার হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,সরকার এর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দুপুরে এই তথ্য হাবিপ্রবি কর্তৃপক্ষকে নিশ্চিত করা হয়েছে।
প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৬২টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে ২৮টি গবেষণা প্রকল্পের আওতায় হবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ২৮ জন শিক্ষক ও তাঁদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ২৮ জন শিক্ষক স্থান পেয়েছেন।
এ বিষয় হাবিপ্রবি'র রেজিস্ট্রার অধ্যাপক ড,মো. আবু হাসান জানান,হাবিপ্রবি দেশের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সারা বছর কোন না কোন বিষয়ে গবেষণার কাজে নিয়োজিত থাকেন।সেই ধারাবাহিকতায় গবেষণার জন্য এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।বরাদ্দ কৃত অর্থ সংশ্লিষ্ট শিক্ষকরা গবেষণায় সঠিক ভাবে মূল্যায়ন যাতে করতে পারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়টি নিশ্চিত করবেন বলে তিনি আশ্বস্ত করেন।