বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১১:২৬
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০৮

নেত্রকোণায় ৫টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ছবি:বাসস

নেত্রকোণা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নেত্রকোণায় পাঁচটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন গতকাল মঙ্গলবার ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নেত্রকোণা-২ (সদর- বারহাট্টা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক ও ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার মোট পাঁচটি সংসদীয় আসনে মোট ২৫ প্রার্থী এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে পাঁচটি আসনে মোট ৪২ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও দাখিল করেন ৩০ জন। পরে যাচাই-বাছাই শেষে বাদ পড়েন ৬ প্রার্থী। নির্বাচন কমিশনে আপিল রায়ের প্রার্থিতা ফিরে পান ৪ জন। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ প্রার্থী। এর মধ্যে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান (সোহাগ), বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর ও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন।

নেত্রকোণা-২ আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফাহিম রহমান খান পাঠান ও আপিল রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম।

নেত্রকোণা-৩ আসনে শুরু থেকে শেষ পর্যন্ত ছয়জন প্রার্থীই টিকে রয়েছেন। বিএনপির রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মো. দেলোয়ার হোসেন ভুঞা, জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন রয়েছেন।

নেত্রকোণা-৪ আসনে ৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামী মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান, কমিউনিস্ট পার্টির জলি তালুকদার ও আপিল রায়ে এ আসনেও প্রার্থীরা ফিরে পেয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

এছাড়া একটি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মোট তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপির মো. আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম ও নির্বাচন কমিশনের আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফা।