শিরোনাম

জয়পুরহাট, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জয়পুরহাটের কালাই উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে কালাই থানা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
এছাড়াও, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই পৌর বিএনপির সিনিয়র নেতা মো. আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কালাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফিদা ও একই থানার বিএনপি নেতা গোলাম মওলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কালাই থানা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।