শিরোনাম

লালমনিরহাট, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মো. রাহিবুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাকিনা-চাপারতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাহিবুল ইসলাম তুষভান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আবু তালেবের পুত্র।
স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল আরোহী রাহিবুল ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।