বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৫:৫১

মিঠাপুকুরে অবৈধভাবে মাটি কাটায় ট্রলিচালকের কারাদণ্ড

রংপুর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে এক ট্রলিচালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে রূপালী ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে তা পরিবহন করছিলেন ওই ট্রলিচালক। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।