বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৪:০৩

রাজবাড়ীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় ।ছবি: বাসস

রাজবাড়ী, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে রাজবাড়ীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এছাড়াও জাতীয় নির্বাচনে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে ভোটারদের দুটি ব্যালটে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি আলোচনা করা হয়।

সভায় জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়য়নে আরো আন্তরিক হবার পাশাপাশি জেলার জাটকা (ইলিশ) ধরা নিষিদ্ধকরণ কার্যক্রম জোরদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। সভার মডারেটরের দায়িত্বে ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, সেনাবাহিনীর পক্ষ থেকে আব্দুল্লা আল মারুফ, সিভিল সার্জনের পক্ষে ডা. রহমত আলী, সদর হাসপাতালের উপপরিচালক ডা. শেখ মোহাম্মদ আবদুল হান্নান, রাজবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামাল, জেলা আনসারের উপপরিচালক মো. জুয়েল রানাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনস্বার্থে মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।