শিরোনাম

ভোলা, ১১ জানুয়ারি ২০২৬ (বাসস) : ভোলার মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া মোছাম্মদ হাবিবা (৭) নামে এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
মোছাম্মদ হাবিবা স্থানীয় কালুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব মিয়ার সন্তান।
কোস্টগার্ড জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন ফেরীঘাট সংলগ্ন পুরাতন পন্টুন এলাকায় শিশুটি খেলা করতে গিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি জানতে পেরে কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম আজ রোববার সকাল সড়ে ৯টায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিন জানান, শিশুটি নদীতে পড়ে যাওয়ার সনয় ওই এলাকায় কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি টহল দল তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।