বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৫:০৫

ভোলায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

জেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ।ছবি: বাসস

ভোলা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস): ভোলায় দুই শতাধিক অসহায়, দুস্থ শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন বেষ্ট ইনিশিয়েটিভ অফ ভোলা (বিবা)।

আজ শনিবার সকালে জেলা সদরের যোগিরঘোল নামক এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়াও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক অসহায় নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করে সংগঠনটি। এসময় কম্বল ও সেলাই মেশিন পেয়ে অনেকেই সন্তুটি প্রকাশ করেন।

বিবা'র পরিচালক মনিরুল ইসলামের উপস্থাপনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ভোলার পৌর প্রশাসক মো. মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

৫ বছর ধরে আর্তমাবতার সেবায় কাজ করা এ সংগঠনটির প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।