শিরোনাম

নীলফামারী, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সৈয়দপুরে অসহায় শীতার্ত ৪শ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল এ- কলেজ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব ইণ্টারন্যাশনাল এবং লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের জোন চেয়ারপার্সন ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন কহিনুর বেগম।
এসময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সানফ্লাওয়ার স্কুল এ- কলেজের সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদ একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. আজমল সরকার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাবেক সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা, সদস্য বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. মির্জা সালাহউদ্দিন বেগম প্রমুখ। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অন্যান্য সদস্যরা ওই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক জানান, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।