শিরোনাম

রাঙ্গামাটি, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং সেনাবাহিনীর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় শহরের মাঝেরবস্তি এলাকায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি।
জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে ও ক্লাবের প্রধান সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি এস এম শামসুল আলম, সাধারন সম্পাদক সত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী,প্রেস ক্লাবের পাঠাগার ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর প্রমুখ।
অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।