বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২৩

পিরোজপুরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

জেলায় তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার প্রদর্শন কর হয় । ছবি: বাসস

পিরোজপুর, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার প্রদর্শন করা হয়েছে। এ সময় জনসাধারণের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেটও বিতরণ করা হয়।

জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মুন্সীরহাট বাজারে শনিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান। দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে জানান, তারেক রহমানের যুক্তি, প্রজ্ঞা ও দেশমাতৃকার প্রতি আন্তরিকতা তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকসহ চণ্ডিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।