শিরোনাম
রাজশাহী, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে ভারতীয় কারেন্ট জাল জব্দ করেছে ১ বিজিবি। শনিবার সন্ধ্যায় ব্যাটালিয়নের অধীনস্থ শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ রোববার রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, বিজিবি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর কাটাখালী থানাধীন সাহাপুর মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক ৫৬ হাজার টাকা।