বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৯

পটুয়াখালীতে অবৈধ জাল ও মাছ জব্দ

রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন । ছবি: বাসস

পটুয়াখালী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার রাঙ্গাবালী উপজেলায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আগুন মুখা নদী, বুড়াগৌরঙ্গ নদী, তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। 

তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ।

জানা যায়, অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ মোট ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ, পোমা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ২০ কেজি ইলিশ ও পোমা মাছ এতিমখানায় ও গরিবদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন, বিসিজি আউট পোস্ট এর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।