শিরোনাম
বাগেরহাট, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের গোদাড়া চিত্রা নদীতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেন এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম।
পূজা উদযাপন কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক পিযুষ মজুমদার ও মহাদেব বিশ্বাসসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করেন।
পরে চিতলমারীতে আয়োজিত একটি বিশাল হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।