বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড

প্রতীকী ছবি

রংপুর, ৩ সেপ্টেম্বর, ২৫ (বাসস) : জেলার বদরগঞ্জ উপজেলার খোলাহাটি হাসিনানগরে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লটারির টিকিট বিক্রি করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেন। আটক ব্যক্তিদের মধ্যে পার্বতীপুরের দুইজন ও সিলেটের একজন রয়েছেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, কুিিটর শিল্প ও বাণিজ্য মেলার আড়ালে লটারি, হাউজি ও জুয়ার মতো অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল মেলা কমিটি। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্র সমাজের পক্ষ থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সল মেলায় লটারি ও হাউজি বন্ধের নির্দেশ দেন। তবে নির্দেশনা অমান্য করে মঙ্গলবারও লটারির টিকিট বিক্রি চলছিল। 

এ বিষয়ে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘লটারি বন্ধের দাবিতে স্থানীয় নাগরিক সমাজ একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতেই আমরা এ অভিযান চালাই।’

রংপুর জেলা প্রশাসক বলেন, ‘মেলায় লটারির টিকিট বিক্রি বন্ধের নির্দেশ আগে থেকেই দেওয়া হয়েছে। এরপরও কেউ যদি আইন অমান্য করে অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’