শিরোনাম
সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরা শহরের মাদক কারবারি এম এম রবিউল ইসলাম (৬০) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার রাতে শহরের কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সেনা ক্যাম্প।
গ্রেপ্তার রবিউল ইসলাম শহরের কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
অভিযানে রবিউলের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল, পাসপোর্টসহ অসংখ্য কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকায় অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং ফেনসিডিল ব্যবসা চালাতেন।
তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাতেই সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আজ রোববার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।