বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ২০:০৩

নীলফামারীতে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ 

নীলফামারী জেলায় আজ জাতীয় সংসদ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবি আয়োজিত দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি: বাসস

নীলফামারী, ৩০ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ জাতীয় সংসদ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুইদিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

এ সময় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম, পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, প্রশিক্ষক  মো. বাহারাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিআইবি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় নীলফামারী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৫০জন সাংবাদিক অংশগ্রহন করেন।