শিরোনাম
কুড়িগ্রাম, ২৬ মে, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্পের ইএসডিও কুড়িগ্রাম ইকো ট্রেনিং সেন্টারের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কুড়িগ্রাম সদরের দাসেরহাট ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফিস চত্বরে বিভিন্ন বয়সের তরুণ তরুণীদের নিয়ে এই চাকরি মেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আবু তৈয়ব সরকার, মার্কেট সুপারভিশন অফিসার মনজুরুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইএসডিও প্রভাতি প্রকল্পের সেন্টার ইনচার্জ রফিকুল ইসলামসহ অন্যান্য উন্নয়ন কর্মীগণ। জেলার বিভিন্ন উপজেলা থেকে মেলায় আগত মোট ৩শ’ ৫০ জন বেকার যুবক-যুবতীদের জীবনবৃত্তান্ত যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চূড়ান্ত করে প্রাণ আরএফএল কোম্পানি।
এ সময় চাকরি প্রত্যাশী কুড়িগ্রাম সদরের মারুফা খাতুন জানান, আমি ইএসডিও চাকুরি মেলার এরকম আয়োজনে অত্যন্ত খুশি। রাজারহাট উপজেলার স্থায়ী বাসিন্দা জোনায়েদ বলেন, আজ ইএসডিওর চাকরি মেলায় এসে চাকরি পেয়ে নিজেকে খুবই ভালো লাগছে।