শিরোনাম
লক্ষ্মীপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যাবতীয় আয়োজন করেছিল।
আজ শনিবার সকালে টুমচর ইসলামিয়া কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিঞা মোহাম্মদ নুরুল হক বলেন, ‘লোক দেখানোর জন্য কিছু কিছু বিল্ডিং তারা করে দিয়েছে প্রতিষ্ঠানে। কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিলো না। এ দেশে হাই মাদরাসাগুলো ছিলো, সেগুলো এক সময় স্কুল কলেজে পরিণত হয়েছে যা আমরা অনেকেই জানিনা।’
তিনি বলেন, আকাইদ বইতে এমন জিনিস আছে, যা পড়লে নিজের আকিদাই ঠিক থাকেনা। আকাইদ বইতে এমন আপত্তিজনক বিষয়গুলো সংশোধন করার জন্য মাদরাসা বোর্ডের অর্থায়ন এবং তত্ত্বাবধানে এনসিটিবিকে সঙ্গে নিয়ে আমরা পরিমার্জন করেছি। ২০২৬ সালে পরিমার্জিত বইগুলো দেয়া হবে।
অনুষ্ঠানে টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরীর সভাপতিত্বে শাইখুল হাদিস মাওলানা হারুন আল মাদানী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ফেনী ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।