বাসস
  ২৫ মে ২০২৫, ১৭:০২

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 

ছবি : বাসস

মেহেরপুর, ২৫ মে, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ সকালে মেহেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে।

পুলিশ জানিয়েছে, আজ ভোরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর-মাজপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।

মুজিবনগর থানা পুলিশ বাংলাদেশ সীমান্তের কেদারগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় মুজিবনগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা এবং নয়জন শিশু। 

গ্রেফতারকৃতরা হলেন: মোমেনা খাতুন ও তার তিন ছেলে মোজাম্মেল হক (২৩), মোস্তাক আহমেদ (১৯) ও কাবিল (১১), মাইনুল ইসলাম ও তার স্ত্রী কাঞ্চন বেগম এবং তাদের তিন ছেলে-করণ (১৪), রাবুল (৭) ও মরিয়ম (৪), নিতাই চন্দ্র পাল, তার স্ত্রী গীতা রানী পাল এবং তাদের তিন মেয়ে পার্বতী পাল (১৫), পূজা রানী পাল (৭) ও আরতি পাল (৩), আমিনুল ইসলাম তার স্ত্রী পারুল খাতুন এবং তাদের দুই মেয়ে আমেনা (৪) এবং আরফিনা (১১)।

গ্রেফতারকৃতরা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো ছয় থেকে সাত দিন আগে ভারতের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে রাখে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতরা কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’

জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।