শিরোনাম
পিরোজপুর, ২২ মে, ২০২৫ (বাসস) : জেলার ইন্দুরকানী উপজেলায় অপহরণের মামলায় তিন জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের ছেলে ইলিয়াছ ফকির (৪৩), তার ভাই আবুল ফকির (৪৬) এবং ইন্দুরকানী গ্রামের আ. ছত্তার খানের ছেলে রুহুল খান (৫০)।
ইন্দুরকানী উপজেলার মো. রুবেল হোসেন (৩৪) নামে একজনকে অপহরণের দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে। তিনি ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মো. মুনসুর আলীর ছেলে।