শিরোনাম
পিরোজপুর, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ পুলিশ লাইন্সের ঝুঁকিপূর্ণ তিনতলা বিশিষ্ট পুরুষ পুলিশ ব্যারাক হাউজের সংস্কার কাজ শুরু হয়েছে।
দুইহাজার ৮৭২ বর্গফুট আয়তনের ভবনটির সংস্কারে ব্যয় হবে দুইকোটি ৩৫ লাখ টাকা। পিরোজপুর গণপূর্ত বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।
আজ শনিবার সকাল ১০ টায় পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এ সংস্কার কাজের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী দু’মাসের মধ্যে ভবনের সংস্কার কাজ শেষ হবে। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা তিনশ’ পুলিশ সদস্যের জন্য নির্মিত এ ভবনের বিভিন্ন পিলার নষ্ট হয়ে গেছে। এছাড়া ছাদ ও দেয়ালের পলেস্তরা বিভিন্ন স্থানে ধ্বসে পড়েছে। পিরোজপুর গণপূর্ত বিভাগ ‘রেটরোফিটিং’ পদ্ধতিতে নষ্ট পিলার ও ছাদকে শক্তিশালী করবে। এছাড়া ধ্বসে পড়া পলেস্তরার অংশ মেরামত করার পাশাপাশি ভবনটি রং করে ঝকঝকে করা হবে। ১৯৯০ সালে নির্মিত ২ হাজার ৮৭২ বর্গফুট আয়তনের ভবনটির সংস্কারে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ টাকা।