বাসস
  ২২ মে ২০২৫, ২০:২০

চট্টগ্রামে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু রোববার

ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ মে, ২০২৫ (বাসস) : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্য নিয়ে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় সারা দেশের ন্যায় আগামী ২৫ মে রোববার থেকে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৫।

দেশব্যাপী আগামী ২৫ মে রোববার থেকে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠাতব্য তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোববার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

চট্টগ্রাম বিভাগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ ১১টি জেলা, ১০৩টি উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ নিজ নিজ উদ্যোগে ‘ভূমিসেবা মেলা’ আয়োজন করবে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

তিনি জানান, ২৫ মে শুরু হয়ে মেলাটি চলবে ২৭ মে পর্যন্ত। মেলায় মোট ১২টি স্টল থাকবে। এর মধ্যে মহানগরের ৬টি সার্কেলের যাবতীয় ভূমিসেবা ছয়টি স্টলে প্রদান করা হবে। ২টি স্টলে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুমের সেবা, ২টিতে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং অপর দুটি স্টলের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের ভূমি বিষয়ক সেবা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। এছাড়া মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অংশগ্রহণকারী দপ্তরসমূহের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। সকল নাগরিককে ভূমিসেবা মেলা-২০২৫-এ অংশগ্রহণ করে আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি-উর রহিম জাদিদ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস.এম অনীক চৌধুরীসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।