বাসস
  ২২ মে ২০২৫, ২০:০৮

সাভারে অবৈধ রেলিক সিটিতে রাজউকের অভিযান, কার্যক্রম বন্ধ ঘোষণা 

ছবি : বাসস

সাভার, ২২ মে, ২০২৫ (বাসস) : সাভারের অবৈধ হাউজিং প্রকল্প রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক। এসময় গুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। 

এছাড়াও অবৈধ হাউজিং ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির এক পরিচালককে ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে উঠা হাউজিং রেলিক সিটিতে অভিযান চালায় রাজউক। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের এস্টেট ও ভূমি-৩ এর উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।

লিটন সরকার বলেন, সাভারের বিরুলিয়ায় গড়ে ওঠা রেলিক সিটি নামে রাজউকের নিবন্ধন বিহীন একটি হাউজিং প্রতিষ্ঠান প্রায় ২৭'শ একর জমির নকশা প্রণয়ন করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল। কিন্তু তাদের ক্রয়কৃত এবং বায়না করা জমির পরিমাণ হবে ১০ বিঘার মতো, যার কাগজপত্র তারা দেখাতে পেরেছে। বাকি জমির কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নোটিশ দেওয়া হলেও তারা কোন উত্তর দেননি। 

তিনি বলেন, এ কারণেই অবৈধ হাউজিং প্রতিষ্ঠান রেলিক সিটিতে অভিযান চালিয়ে তাদের বিলবোর্ড অপসারণ এবং বিদ্যুৎ ও মোটর লাইনের সংযোগ বিচ্ছিন্ন এবং তাদের কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) সাব্বির হোসেন তাদের ভুল স্বীকার করায় তাকে ১০ লাখ টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে হাউজিং ব্যবসার কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, সাভারের বিরুলিয়ায় স্থানীয় গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বৃদ্ধাশ্রমের প্রায় ৮ হাজার ২৫১ বিঘা জমির মেগা সিটির লে-আউট নকশা তৈরি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল রেলিক সিটি নামের এ হাউজিং কোম্পানি।