শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ১৬ মে, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জে কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক উপজেলাবাসীর উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ছয়টায় শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণ্যঢ্য সাইকেল র্যালি বের হয়ে কানসাট রাজবাড়িতে সামনে অবস্থান করে।
রাজবাড়ির সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজাহার আলী।
এসময় ইউএনও বলেন, এই ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে পর্যটনের উপযোগী করতে হবে। উপজেলাবাসীর পক্ষ থেকে তিনি বলেন, এই দাবি উপজেলাবাসীর প্রাণের দাবি।
পরে সাইকেল র্যালিটি পুঁটিমারি বিল হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। অন্যান্যদের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, মোবারক পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়াসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।