শিরোনাম
নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার স্বেচ্ছাসেবকদলের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক মাহামুদু উল্লাহ চৌধুরী ফয়সাল ও আনোয়ার হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্য সচিব সালাউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। জেলার সব ইউনিটের নেতৃবৃন্দ মতবিনিময়ে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।