বাসস
  ১৬ মে ২০২৫, ১২:৩৯

পঞ্চগড়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ১

ছবি : বাসস

পঞ্চগড়, ১ মে, ২০২৫ (বাসস): জেলার দেবীগঞ্জ উপজেলার মাটিয়ারপাড়া এলাকা থেকে কোটি টাকা মূল্যের একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সিদ্দিকের বাড়ি একই উপজেলার পামুলী ইউনিয়নের মাদারেরঝাড় এলাকায়। তিনি ওই এলাকার মোবারক শেখের ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-১র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে। এ সময় আবু বক্কর সিদ্দিক নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩.৫ ইঞ্চি।