বাসস
  ১৫ মে ২০২৫, ১৮:৪৩
আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:৫৪

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি শক্ত করতে কাজ করবে এনসিপি 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৫ মে, ২০২৫(বাসস): পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি মজবুত করতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম পরিচালনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

জেলা এনসিপি’র এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও দক্ষিণাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত মুখ্য সংগঠক ইমন ছৈয়দ।

এসময় উপস্থিত ছিলেন- এনসিপি’র জেলার সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেন চৌধুরী, রিন্টু দেওয়ান, প্রিয় চাকমা, সায়েদা আলম সাদিয়া, উজ্জল চাকমা, ইমাম হোসেন ইমু, প্রিয় চাকমা, এনসিপি’র শ্রমিক ইউনিট জেলা সংগঠক সরোয়ার কামাল রুবেল, এনসিপি’র জেলা ছাত্র বিষয়ক প্রতিনিধি মো. শহীদুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি শক্ত করতে কাজ করবে এনসিপি। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনা করে সব সম্প্রদায়ের সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে পাহাড়ে এনসিপি’র কমিটি গঠন করা হবে।