বাসস
  ১২ মে ২০২৫, ২০:৫২

সিলেটে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

সিলেট, ১২ মে ২০২৫ (বাসস) : সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি এসব নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা। আজ সোমবার দুপুরে তারা সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।